বেলজিয়াম-ক্রোয়েশিয়া লড়াইয়ের প্রথমার্ধ গোল শূন্য

0
55

স্পোর্টস ডেস্কঃ বেলজিয়াম-ক্রোয়েশিয়ার মধ্যে এক দলের আজই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। বৃহস্পতিবার রাতে নকআউট নিশ্চিত করতে মুখোমুখি হয়েছে দু’দল। ইতোমধ্যে শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে গোল পায় নি কোনো দল। গোল শূন্য সমতায় শেষ হয়ে ম্যাচের প্রথম ৪৫ মিনিট।

একাধিক সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি কোনো দল। আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়েছে দুই দলের লড়াই। কিন্তু লক্ষ‌্যভেদ করতে পারেনি কেউ।

দুই ম্যাচে এক জয় ও এক সমতায় ক্রোয়েশিয়া ও মরক্কোর পয়েন্ট চার। গোল ব্যবধান যথাক্রমে তিন ও দুই। অন্যদিকে বেলজিয়ামের পয়েন্ট তিন। মরক্কোর চেয়ে তিন গোলে পিছিয়ে তারা।

যদি মরক্কো শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ছোট ব্যবধানে হারে এবং বেলজিয়াম ছোট ব্যবধানে ম্যাচ ড্র করে তবু ডি ব্রুইনিরা বাড়ির টিকিট পাবে। শেষ ম্যাচে তাই জয় ভিন্ন কিছু ভাবার সুযোগই নেই বেলিসদের।

মরক্কো জিতলে বা সমতা করলে এবং ক্রোয়েশিয়া হারলে বাড়ির পথ ধরতে হবে লুকা মদরিচদের।

ক্রোয়েশিয়ার একাদশ: লিভাকোভিচ, জুরানোভিচ, লভ্রেন, জিভারদিওল, সোসা, মদরিচ, ব্রজোভিচ, কোভাসিচ, কামারিচ, লিভাজা ও পেরিসিচ।

বেলজিয়ামের একাদশ: কোর্তোয়া, কাস্টানিয়ে, অ্যাল্ডারভেইরাল্ড, ভেরটনগেন, মুনিয়ের, ভিটসেল, কারাসকো, ডি ব্রুইনা, মার্টিনস, ডেনডোনকার ও ট্রসার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here