স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ লা লিগায় সবাইকে চমকে দিয়ে টেবিলের শীর্ষে ছিলো জিরোনা। এবার তাদেরকে হটিয়ে রিয়াল মাদ্রিদকে টেবিলের শীর্ষে তুললেন বেলিংহাম-জোসেলুরা। জিরোনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শেষ দিকে ১০ জনের দল হয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে তাতে অবশ্য মাদ্রিদদের জয়ে কোনো প্রভাব পড়েনি। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতয়ার্ধের এক গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আনচেলত্তির শিষ্যরা।
গোল করতে না পারলেও পুরো ম্যাচে বেশ দাপট দেখায় জিরোনা। দুর্দান্ত খেলেও দলটি। তবে শুরু থেকেই তাদেরকে চাপে রেখে গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৭তম মিনিটে জোসেলুর গোলে মাদ্রিদরা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
লিড নেওয়ার মিনিট দু’একের মধ্যেই অরেলিয়ান চৌমেনি রিয়ালকে আরো এগিয়ে দেন। ২১তম মিনিটে তার গোলেই ২-০ ব্যবধান করে ফেলে মাদ্রিদরা। পরপর দুই গোল হজম করা জিরোনা প্রথমার্ধে আর কোনো গোল শোধ দিতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় মাদ্রিদরা।
বিরতির পর জিরোনা ম্যাচে ফিরতে বেশ চেষ্টা করে। গোছালো ফুটবল খেলে আক্রমণেও উঠে। তবে রিয়ালের রক্ষণে চিড় ধরাতে পারেনি দলটি। ৭১তম মিনিটে জুডে বেলিংহাম জিরোনার কফিনে ঠুঁকে দেন শেষ পেরেক। ৩-০ ব্যবধান করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদরা।
রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার নাচো ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে শেষ মুহূর্তের ওই লাল কার্ড ম্যাচে খুব একটা প্রভাব ফেলেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০