বেলিংহাম-ভিনিসিউস জুনিয়ররা জেতালেন রিয়াল মাদ্রিদকে

0
238

স্পোর্টস ডেস্ক:: উয়েফা চাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে জেতালেন বেলিংহাম, ভিনিসিউস জুনিয়ররা। আত্মঘাতী গোলের ম্যাচে নাপোলি রিয়াল মাদ্রিদদের কাছে হেরেছে ৩-২ ব্যবধানে।

নিজেরা প্রতিপক্ষের জালে দুই গোল করেছে নাপোলি, নিজেদের জালেই করেছে একটি গোলও। তাই রিয়াল ৩-২ ব্যবধানের ম্যাচে জেতা হয়নি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কার্লো আনচেলত্তির দল পিছিয়ে পড়ার পর নাপোলির আত্মঘাতী গোলের কারণেই জিতেছে।

নাপোলি-মাদ্রিদের ম্যাচটি সমর্থকদের জন্য ছিলো দারুণ উত্তেজনা পূর্ণ। দুই দলই সমানে সমান লড়াই করেছে। মাঠের লড়াইয়ে কেউই কাউকে ছাড় দেয়নি। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবিধা কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে মাদ্রিদরা।

ম্যাচের ১৬তম মিনিটে অস্টিগার্ডের গোলে লিড নেয় নাপোলি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। মিনিট আটেক পরেই ভিনিসিউস জুনিয়র দলকে ফেরান সমতায়। ২৭তম মিনিটে তার গোলেই রিয়াল মাদ্রিদ স্কোর লাইন করে ১-১। মিনিট সাতে পরেই জুডে বেলিংহাম এগিয়ে দেন মাদ্রিদরা। ৩৪তম মিনিটেই রিয়াল মাদ্রিদ লিড নেয় ২-১ ব্যবধানে।

লিড নেওয়ার পরও পিছিয়ে পড়তে হয় নাপোলিকে। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। পিছিয়ে পড়েই বিরতিতে যেতে হয় তাদেরকে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলিংহামরা।

বিরতির পরপরই নাপোলি ম্যাচে ফিরে। পেনাল্টি থেকে গোল আদায় করে দলটি। ম্যাচের ৫৮তম মিনিটে জিলিয়ানস্কির গোলে স্কোর লাইন ২-২ করে ফেলে দলটি। সমতায় থাকা ম্যাচে এরপরই নিজেরাই করে নিজেদের সর্বনাশ। ম্যাচের ৭৮তম মিনিটে গোলরক্ষক অ্যালেক্স মেরেট নিজেই নিজের জালে জড়ান বল। শেষ পর্যন্ত তাই ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here