স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ লা লিগায় এক হালি গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জুডে বেলিংহামের জোড়া গোলের ম্যাচে ভিনিসিউস জুনিয়র, জোসেলুও গোল করেছেন। তাতেই ৪-০ ব্যবধানে ওসাসুনাকে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে মাদ্রিদরা। ওসাসুনা একে একে চার গোল হজম করলেও শোধ দিতে পারেনি একটিও। বড় জয়ের ম্যাচে জোসেলু একটি গোল দিয়ে মিস করেছেন আরেকটি।
ম্যাচের ৯ম মিনিটেই বেলিংহামের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে পিছিয়ে পড়া ওসাসুনা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। মাদ্রিদরাও ব্যবধান বাড়াতে পারেনি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পরপরই কার্লো আনচেলত্তির শিষ্যরা জ্বলে উঠেন। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলেন ওসাসুনাকে। ৫৪তম মিনিটে বেলিংহাম জোড়া গোল পূর্ণ করেন। রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র মিনিট দশেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন। ৬৫তম মিনিটে তার গোলে রিয়াল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া ওসাসুনা নিজেদের রক্ষণ সামলেই হিমশিম খায়। খুব একটা আক্রমণে উঠার সুযোগ পায়নি দলটি। ভিনিসিউসের গোলের মিনিট পাঁচেক পরেই গোলের হালি পূর্ণ করেন জোসেলু। ৭০তম মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
পরপর তিন গোলে এক হালি গোল হজমের পর নিজেদের রক্ষণ কিছুটা সামলায় ওসাসুনা। এরপর আর কোনো গোল হজম করেনি। উল্টো ম্যাচের শেষ দিকে একটি পেনাল্টি সেভ করে দলটি। ৮৪তম মিনিটে জোসেলুর পেনাল্টি মিস করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post