স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিলো বার্সাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের র্শীর্ষে উঠার। মাদ্রিদরা টিকই জিতেছে, বার্সাকে পেছনেও ফেলেছে।তবে শীর্ষে উঠা হয়নি। লাস পালমাসকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ।
বেলিংহামকে ছাড়াই লাস পালমাসের বিপক্ষে জিতেছে রিয়াল। ব্রাহিম দিয়াজ ও জোসেলুর গোলে ২-০ ব্যবধানে জিতেছে মাদ্রিদরা। এই জয়ে বার্সাকে তিনে নেমে যেতে হয়েছে। অন্য ম্যাচে জয় নিয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষৈ উঠেছে।
কার্লো আনচেলত্তি এদিন দল সাজান বেলিংহামকে বাইরে রেখে। মাদ্রিদের হয়ে নিয়মিত পারফর্ম করে চলেছেন এই তারকা। মাঠে নামা হয়নি লুকা মদ্রিচেরও। দু’জনেই ছিলেন বিশ্রামে। শুরুর একাদশে সুযোগ মিলেনি ভিনিসিউস জুনিয়রেরও । দ্বিতীয়ার্ধে মাঠে নামার সুযোগ পান তিনি।
হারলেও ম্যাচে সমান তালে লড়াই করে লাস পালমাস। শক্তিশালী রিয়ালের সঙ্গে বেশ জমিয়ে তুলে ম্যাচটি। প্রথমার্ধের নির্ধারিত সময় পর্যন্ত তাই গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে লিড নেয় মাদ্রিদ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
পিছিয়ে পড়া লাস পালমাস দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে তাদের সেই সুযোগ না দিয়ে খেলা শুরুর মিনিট দশেকের ভেতরেই ব্যবধান বাড়িয়ে নেয় আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ৫৪তম মিনিটে জোসেলুর গোলে ২-০তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
বেলিংহাম, লুকা মদ্রিচদের ছাড়াই দুর্দান্ত খেলে রিয়াল। যদিও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর পর মাঠে নেমে ছিলেন ভিনিসিউস জুনিয়র। লাস পালমাস একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। ভালো খেলেও তাই ম্যাচে ফেরা হয়নি তাদের। ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post