বেলিংহাম, হ্যারি কেইনদের ইংল্যান্ডকে রুখে দিলো ইউক্রেন

    0
    77

    স্পোর্টস ডেস্ক:: সাকা, বেলিংহাম, হ্যারি কেইনদের জিততে দিলো না ইউক্রেন। ইউরো বাছাইয়ের ম্যাচে পিছিয়ে পড়া ইংল্যান্ড অবশ্য ‘ড্র’ করেই মাঠ ছেড়েছে। দুর্দান্ত খেলা ইংলিশদের সঙ্গে ইউক্রেন সমানে সমান লড়াই করে পয়েন্ট কেড়ে নিয়েছে।

    শনিবার রাতের ম্যাচে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ‘ড্র’ করেছে ইংল্যান্ড। প্রথমার্ধেই এসেছে ম্যাচের দু’টি গোলই। ‘সি’ গ্রুপে দু’টি দলই আছে টেবিলের শীর্ষে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংলিশরা। এক ম্যাচ কম খেলা ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

    ম্যাচটির প্রথমার্ধেই লিড নেয় ইউক্রেন। ২৬তম মিনিটে অলেক্সান্ডার জিনচেনকোর গোলে ১-০ এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের বাকী সময়টা প্রায় লিড নিয়েই কাটিয়ে দিচ্ছিলো দলটি। তবে শেষ পর্যন্ত আর পারেনি। বিরতির আগ মুহূর্তে সমতায় ফেরে ইংল্যান্ড। ম্যাচের ৪১তম মিনিটে কাইল ওয়াকারের গোলে সমতায় ফেরে দলটি। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

    বিরতির পর সাকা, কেইন, বেলিংহামরা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন। আক্রমণের পর আক্রমণ করতে থাকেন। তবে কাঙ্খিত গোলের দেখা পাননি তারা। শেষ পর্যন্ত তাই ইউক্রেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here