নিজস্ব প্রতিবেদক:: বাঁচা-মরার ম্যাচে বেশি দূর যেতে পারেনি আফগানিস্তান। সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১১৬ রান। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আফগানিস্তান ৫ উইকেটে ১১৫ রান তুলেছে।
টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। রানের চাকা খুব একটা সচল হতে দেয়নি টাইগাররা। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে। রিশাদের শিকারে পরিণত হওয়ার আগে ইব্রাহিম জর্দান ফিরেন ২৯ বলে ১৮ রান করে।
তিন চার ও এক ছক্কায় ৫৩ বলে ৪৩ রান রকেন আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ১২ বলে ১০ রান করেন ওমরজাই। ইনিংসের শেষ দিকে তিন ছক্কায় ১০ বলে ১৯ রান করে আফগানদের পূঁজিকে একশো ছাড়িয়ে নেন অধিনায়ক রশিদ খান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা তামে ৫ উইকেটে ১১৫ রানে।
বাংলাদেশের হয়ে রিশাদ ৩টি, মুস্তাফিজ ও তাসকিন ১ করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post