বেশ কিছু দিন ধরে এমন একটি ইনিংস খেলার আশায় ছিলেন ডেভিড

0
61

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের হাজারতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে স্মরণীয় এক জয় এনে দেন টিম ডেভিড। শেষ ওভারে ১৭ রানের সমীকরণ তিনি মেলালেন তিন ছক্কায়। রাজস্থান রয়্যালসের করা ২১২ রান তাড়ায় ৩ বল ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় সাবেক চ্যাম্পিয়নরা।

জেসন হোল্ডারের করা শেষ ওভারে ১৭ রান দরকার ছিল মুম্বাইয়ের। ডেভিড টানা তিন ছক্কায় রোহিত শর্মার দলকে এনে দিলেন রোমাঞ্চকর জয়। ম্যাচ জিতিয়ে ডেভিড জানান, এমন একটি ইনিংস খেলার আশায় ছিলেন তিনি বেশ কিছু দিন ধরেই। সিঙ্গাপুরের হয়ে খেলা এই ডানহাতি ব্যাটার সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেন অস্ট্রেলিয়ার হয়ে।

মুম্বাইকে গতরাতে জিতিয়ে ডেভিড বলেন, ‘আমি অনেক দিন ধরেই এমন একটা ইনিংস খেলার অপেক্ষায় ছিলাম। শেষ ওভারে আমি একটু সামনে এগিয়ে গিয়ে খেলতে চেয়েছি। চেয়েছি বলের অ্যাঙ্গেল কমিয়ে আনতে আর শট খেলতে। শেষের দিকে ব্যাটিং করার মজাই আলাদা। এমন জয়ের অনুভূতিটা সত্যিই অনন্য। আমাদের দল জয়ের চেষ্টা করছিল। দর্শকেরা আমাদের জন্য উন্মাতাল হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই অনুভূতিটা সত্যিই দারুণ।’

টস জিতে ব্যাটিংয়ে নামা রাজস্থান রয়্যালস যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২১২ রান তুলে। ১৬ চার ও ৮ ছক্কায় মাত্র ৬২ বলে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন জয়সওয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে জট বাটলারের ব্যাট থেকে।

২১৩ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির সঙ্গে ডেভিড ও ক্যামেরন গ্রিণের ব্যাটে চড়ে তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন সূর্যকুমার। ২৯ বলের ইনিংসে আট চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। ক্যামেরণ গ্রিন ২৬ বলে করেছেন ৪৪ রান। শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ডেভিড। পাঁচ ছয় ও দুই চারে ১৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here