বোর্ডের সঙ্গে ‘ঝগড়া’, এবার বাদ পড়লেন ব্রাভো

0
25

স্পোর্টস ডেস্ক: ওয়েস্টইন্ডিজের ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের সংঘাতের কারণে দিন দিন খর্বশক্তির দল হয়ে পড়েছে বিশ্ব সেরা দলটি। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়াতে দল থেকে বাদ দেওয়া হচ্ছে একের পর এক তারকা ক্রিকেটারকে।

বিশ্ব ক্রিকেট শাসনকারী দল থেকে এবার বাদ পড়াদের তালিকায় যোগ দিলেন দেশ সেরা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্রিকেটার বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড লেগেই আছে। দেশের খেলা রেখে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ডোয়েন ব্রাভোদের মতো তারকা বিদেশের মাটিতে লিগের খেলায় ব্যস্ত।

সম্প্রতি আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ক্রিকেটারদের বার্ষরিক চুক্তিতে গ্রেড ‘সি’তে নেমে যান বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। অথচ তিন ম্যাচের সিরেজে তিনি ছিলেন দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২০১৪’র নভেম্বরের পর থেকে ১৭ টেস্টে করেন এক হাজারেরও বেশি রান। তার থেকে বেশি রান শুধু মাত্র কার্লোস ব্র্যাথওয়েটের।

ব্রাভোর পারফরম্যান্স খারাপ দেখিয়ে বোর্ড চেয়ারম্যান তাকে নিচের সারির ক্রিকেটারের তালিকায় নামিয়ে দেন। পরে টুইটারে বোর্ডকে ধুয়ে দেন ব্রাভো। এর পরেই আচরণ খারাপ দেখিয়ে আসছে জিম্বাবুয়ের মাটিতে ত্রি-দেশীয় সিরেজে দল থেকেই বাদ দেওয়া হয় তাকে।

ওয়েস্ট ইন্ডিজ দল:
জেসন হোল্ডার (অধিনায়ক), সুলেমান বেন, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রেইগ ব্রাথওয়েট, জোনাথন কার্টার, জনসন চার্লস, মিগুয়েল কামিন্স, শেন ডোরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাহী হোপ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রোভম্যান পাওয়েল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here