স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির বোন মারা গেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আফ্রিদি নিজেই। একই পোস্টে বোনের জানাযার খবরটিও জানান তিনি।
আজ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেন আফ্রিদি। তিনি তাঁর পোস্টে লিখেন, ‘খুব দুঃখ নিয়ে জানাচ্ছি, আমাদের আদরের বোন আর নেই। তার জানাজা আর জোহর-বাদ জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’
কোন রোগে আক্রান্ত হয়ে আফ্রিদির বোন মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর গতরাতে বোনের হাসপাতালে থাকার কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। বাংলাদেশ সময় রাত ৮টা ২ মিনিটে পাকিস্তানের সাবেক লেগস্পিনিং অলরাউন্ডার লিখেছেন, ‘তোমাকে দেখতে আমি ফিরে আসছি। আমার বোন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার উন্নতির জন্য আপনাদের সবার কাছে দোয়ার অনুরোধ করছি। আপনাদের দোয়া বেশ কাজে দেবে। সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করেন ও দীর্ঘায়ু প্রদান করেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post