স্পোর্টস ডেস্ক:: শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিপিএলের এই আসরের শুরুতেও থাকছে না ডিআরএস। ডিসিশিন রিভিউ সিস্টেম না থাকায় হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেতে পারে বিপক্ষেও।
বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাবেক চ্যাম্পিয়নদের কোচ সালাউদ্দিনের কণ্ঠেও হতাশা। তার মতে বিপিএলের মতো বড় আসরে ডিসিশন রিভিউ সিস্টেম রাখা উচিত ছিলো। ডিআরএস না থাকায় দলগুলোকে সমস্যায় পড়তে হবে বলে মনে করেন তিনি।
কুমিল্লার কোচ সালাউদ্দিন বলেন, ‘ক্রিকেট বোর্ডের তো অনেক টাকা। এরকম বড় টুর্নামেন্টে ডিআরএস রাখা উচিত ছিলো। দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও চলে যাবে বিপক্ষে।’
আগামি ৬ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর। দলগুলোও প্রস্তুুতি নিতে শুরু করে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম দিন অনুশীলন করেছে। দলীয় অনুশীলন শেষেই সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন।
দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া জানিয়ে এই কোচ বলেন, ‘এখানে সাত দল খেলে। সবারই লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়ায়। শুরুতে আমরা সব বিদেশী ক্রিকেটারকে পারব না। প্রথম ম্যাচে যে চারজন খেলাবো, হয়তো তাদের পাওয়া যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post