স্পোর্টস ডেস্ক:: ভারতীয় তারকা বিরাট কোহলি পরিবার ভক্ত। পরিরবারকেই সবচেয়ে বেশি সময় দিতে চান তিনি। তবে ভারতীয় বোর্ড তাতেই ঘটিয়েছে বিপত্তি। যার কারণেই টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। রোহিতের অবসর ঘোষণার সপ্তাহ না যেতেই বিরাট অবসরের ঘোষনা দিয়েছেন গতকাল।
বিরাটের অবসর ঘোষণার পর থেকেই নানা গুঞ্জন, হঠাৎ কি কারণে তিনি অবসর নিলেন। কেউ বলছেন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মানিয়ে নিতে না পেরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বোর্ডের বিরক্তির কারণেই তিনি অবসর নিয়েছেন। বিসিসিআই নতুন আইন করেছে, ক্রিকেটাররা বিদেশ সফরের পুরোটা সময় পরিবারকে সঙ্গে নিতে পারবেন না। লম্বা সফর হলে মাত্র ১৪ জন পরিবারকে সঙ্গে রাখার সুযোগ পাবেন।
বোর্ডের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি বিরাট কোহলির। কেননা তার বাচ্চা ছোট। তিনি তাই সব সময়ই পরিবারকে সঙ্গে রাখতে চান। যে কারণেই বোর্ডের বারবার অনুরোধের পরও তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর ক্রিকেটারদের জন্য ১০ দফা ফরমান জারি করে বিসিসিআই। যেখানে ছিল পরিবারের থেকে বিদেশ সফরের সময়ে দূরে থাকার কথাও। দেড় মাসের সিরিজের ক্ষেত্রে ক্রিকেটারদের পরিবার মাত্র ১৪ দিনের জন্য খেলোয়াড়ের সঙ্গে থাকতে পারবে। বিরাট এবং রোহিত, দুজনেরই ছেলে একদম ছোট। তারা বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, কোহলি এপ্রিল মাসেই নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরসহ বোর্ডের শীর্ষ কর্তাদের জানিয়ে ছিলেন তিনি সাদা পোশাক থেকে অবসর নিতে চান। তিনি পরিবারকেই আরও বেশি সময় দিতে চেয়েছিলেন। এরপর বিসিসিআই পাল্টা কোহলিকে জানায়, যাতে দ্রুত এমন কোনও সিদ্ধান্ত না নেয়। কিন্তু কোহলি ফের রোহিতের অবসরের দিনই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। আরও একবার তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে বিসিসিআই। তবে শেষ পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন।
পরিবারের গুরুত্ব নিয়ে কোহলি বলেন, ‘মানুষকে পরিবারের গুরুত্ব বোঝানোর কাজটা খুবই কঠিন। আমার মনে হয়না মানুষ বুঝতে পারে, পরিবারের মানে ঠিক কতটা। আমি একা ঘরে গিয়ে বসে থাকতে চাই না, আমি সাধারণ মানুষের মতোই থাকতে চাই। সেটা করতে পারলে আমি খেলাকেও দায়িত্বের মতো করেই পালন করতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০