স্পোর্টস ডেস্কঃ ওয়ানডের বোলার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। তিন ধাপ এগিয়েছেন তিনি। তাতে এই ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান এখন দশ নম্বরে। এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচে বাঁহাতি স্পিনে সাকিব উইকেট নেন মোট ৪টি। তৃতীয় ও শেষ ম্যাচে দারুণ কৃপণ ছিলেন তিনি। ১০ ওভারে মাত্র ১৩ রানের খরচে নেন ১ উইকেট। এদিকে ফজলহক ফারুকি ৫৮ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে পৌঁছেছেন। সিরিজে ৮ উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার।
তারকা স্পিনার রশিদ খানের একধাপের অবনবমন হয়েছে। তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমেছেন লেগ স্পিনার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন দাস। ৩৮তম স্থানে আছেন তিনি। র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে তিনি করেন ৭৯ রান।
দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিসহ সিরিজে ১৪২ রান করে ১১ ধাপ এগিয়েছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। ১৬তম স্থানে আছেন তিনি। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ সিরিজে ১৭৩ রান করে ৩৭ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে পৌঁছেছেন। এই তালিকায় শীর্ষে আছেন যথারীতি পাকিস্তানের বাবর আজম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post