স্পোর্টস ডেস্কঃ দারুণ এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার সকালে প্রথম সেমি ফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার একেবারে কাছে প্রোটিয়ারা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের কোনো মঞ্চে ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। যা দেশটির নিঃসন্দেহে বড় অর্জন। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাত বার সেমি ফাইনাল খেললেও, কখনোই ফাইনালে উঠতে পারেনি দলটি।
বিশ্বকাপের ফাইনালে উঠার পেছনে বোলারদের বড় কৃতিত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এই তারকা জানিয়েছেন, বোলাররা তাদের জন্য অবিশ্বাস্য কাজ করে দিয়েছে। শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেই নয়, গোটা টুর্নামেন্ট জুড়েই বোলাররা দারুণ পারফরম্যান্স করেছেন।
এইডেন মার্করাম বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছি এবং এটাকে সহজ করে দিয়েছি। বোলাররা আমাদের জন্য অবিশ্বাস্য কাজ করে দিয়েছে।’
প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, ‘বোলাররা শুধু আজই নয়, পুরো আসরেই দারুণ বোলিং করেছে। কিছু কিছু জায়গায় তারা ব্যাটারদের বাঁচিয়ে দিয়েছে। তবে কন্ডিশন অবশ্যই তাদের পক্ষে ছিল। এরপরও সবকিছু ঠিকমতো করার কিছু ব্যাপার থাকে। তারা প্রতি ম্যাচেই আমাদের জন্য সেটা করছ। তাই তাদেরকে আপনার প্রশংসা করতেই হবে। তারা আমাদের হয়ে দারুণ করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post