নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামা সফরকারীরা পাওয়ার প্লে-তে স্কোরবোর্ডে যোগ করে ৫০ রান। এর আগে ওপেনার ডেভিড মালানকে হারায় তারা। দলীয় ১৬ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফিরেন বাঁহাতি এই ওপেনার। ৮ বলে ৫ রান করে তিনি ফিরলে ব্যাটিংয়ে আসেন মঈন আলী।
এরপর বোলিংয়ে এসেই সাকিব আল হাসান পেলেন উইকেট। তাঁর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। ১৯ বলে ২৫ রান করেন তিনি। এরপরের ওভারে নতুন বোলার হাসান মাহমুদও পেয়েছেন উইকেটের দেখা। ইংলিশ অধিনায়ক জস বাটলারকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেছেন ডানহাতি এই পেসার। ৬ বলে ৪ রান করেন এই ডানহাতি ব্যাটার।
বাটলারের পরই ফিরে যান মঈন। বোলিংয়ে আসা মেহেদি হাসান মিরাজের বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি। ১৭ বলে ১৫ রান করেন এই বাঁহাতি। এই মুহূর্তে ক্রিজে আছেন বেন ডাকেট ও স্যাম কারান, ইংল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৬৭ রান।
বাংলাদেশ একাদশ- রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ- ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০