বোলিংয়ে এসেই হৃদয়কে বোল্ড করলেন রশিদ

0
87

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপদ বাড়ালেন রশিদ খান। বোলিং এসেই উইকেটের দেখা পেলেন এই লেগ স্পিনার। বাংলাদেশ পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ উইকেট হারিয়েছে। এর আগে ফিরে গেছেন দুই ওপেনার লিটন দাস, নাঈম শেখ। টিকতে পারেন নি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। এবার ফিরলেন হৃদয়। দলীয় ৬৫ রানে ৪ উইকেট হারিয়েছে টাইগাররা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বাংলাদেশকে। একবার জীবন পেয়েও বেশিদূর এগোতে পারেন নি অধিনায়ক লিটন। ফজলহক ফারুকির বলে পুল করতে গিয়ে মিড উইকেটে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দেন। পরের ওভারে নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মুজিব উর রহমানের করা রিপারে বলের লাইন মিস করে বোল্ড হন শান্ত। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান।

দ্রুত ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে আগলে রাখতে পারেন নি ২ বছর পর দলে ফেরা নাঈম শেখ। ধীর গতির ইনিংস খেলে তিনি আউট হয়েছেন ২১ বলে ৯ রান করে। ফারুকির করা শর্ট অফ লেংথে করা লাফিয়ে ওঠা বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসতে গিয়ে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন এই বাঁহাতি।এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। তবে রশিদের বলে ১৬ রানে আউট হয়ে যান হৃদয়।

এর মধ্যে দিয়ে সাকিবের সঙ্গে হৃদয়ে ৪০ রানের জুটি ভাঙে। পরের ওভারেই মোহাম্মদ নবির বলে এলবিডব্লিউ হন ২৫ রান করা সাকিব। নবির রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটিতে ব্যাকফুটে খেলতে গিয়ে মিস করে যান তিনি। আত্মবিশ্বাসী না হলেও রিভিউ নিয়েছিলেন, কিন্তু সেটি বাঁচাতে পারেনি তাঁকে। এরপর গোল্ডেন ডাক মারেন আফিফ হোসেন ধ্রুব। রানের খাতা খোলার আগেই রশিদের বলে ফিরেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here