নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টে জমে যাওয়া গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের জুটি ভাঙলেন নাঈম হাসান। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে প্রথমবার বল হাতে আসেন এই অফস্পিনার। বোলিং এসেই ছক্কা হজম করেন প্রথম বলে। অবশ্য সেই ওভারেই মিচেলকে ফেরান তিনি।
মেহেদি হাসান মিরাজের অসাধারণ ক্যাচে ফিরেন কিউই ব্যাটার মিচেল। নাঈমের ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে যান তিনি। কিন্তু বল উঠে যায় আকাশে। লং অন ও মিড অনের মাঝামাঝি থেকে বাম দিকে অনেকটা পথ দৌড়ে অসাধারণ দক্ষতায় দুই হাতে ক্যাচ নেন মিরাজ। বিদায়ঘণ্টা বাজে ১৮ রান করা মিচেলের।
তার বিদায়ে ভাঙল গ্লেন ফিলিপসের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়া ৪৯ রানের জুটি। নতুন ব্যাটার মিচেল স্যান্টনার।২২ ওভারে নিউ জিল্যান্ডের সংরঘ ৬ উইকেটে ৯৫ রান। এখনও ৭৭ রানে পিছিয়ে তারা। এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। জবাবে মাত্র ১২.৪ ওভারে ৫৫ রান করতে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post