স্পোর্টস ডেস্কঃ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তান ও ভারতের মধ্যকার সাদা বলের সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না দলের বড় তারকা বিরাট কোহলির।
এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বিরাট কোহলি। তবে মাঠে ফেরার জন্য আরও অপেক্ষা করতে হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচে খেলবেন না এই তারকা। মূলত ব্যক্তিগত কারণেই তিনি খেলবেন না।
প্রধান কোচ রাহুল দ্রাবিড় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিষয়টি। এদিকে দলে ফেরা অধিনায়ক রোহিত শর্মাই ওপেন করবেন দলের। একইসাথে ওপেন করবেন তরুণ যশস্বী জয়সুয়াল।
১১ জানুয়ারি পাঞ্জাবের মোহালিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর মধ্য প্রদেশের ইন্দোরে অবস্থিত হলকার স্টেডিয়ামে ১৪ জানুয়ারি হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৭ জানুয়ারি ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post