স্পোর্টস ডেস্ক:: বিপিএল শেষের পথে। ঢাকায় হবে শেষ পর্ব। অথচ এখনো এক টাকাও পারিশ্রমিক পাননি চিটাগাং কিংসের দেশী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। তার ফ্র্যাঞ্চাইর মালিক সাদির কাদের চৌধুরী সেটি স্বীকার করেছেন। তবে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এই ক্রিকেটারের টাকা আটকে রেখেছেন।
কি ব্যক্তিগত কারণে ক্রিকেটারের পারিশ্রমিক আটকে দিয়েছেন, সেটি স্বীকার করেননি সামির। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জঠীলতার শেষ হচ্ছে না। একের পর এক নাটক হয়েই যাচ্ছে। শুক্রবারই সংবাদ মাধ্যমে খবর আসে- কিংসের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন টিম হোটেল ছেড়ে গিয়েছেন। তিনি আর বিপিএলে খেলবেন ন।
এমন খবর চাউর হলে নড়েচড়ে বসে ফ্র্যাঞ্চাইজি। রাতেই আবার পারভেজ ইমন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সব কিছু অস্বীকার করে বলেন, ফাঁকা থাকায় ছুটি নিয়ে গেছেন। তিনি ঢাকায় দলের সাথে যোগ দেবেন। এভাবেই একের পর এক নাটক হচ্ছে বিপিএলের পারিশ্রমিক নিয়ে।
চিটাগাংয়ের মালিক সামির কাদের এ নিয়ে একটি গণমাধ্যমকে বলনে, “ও আমাদের এখান থেকে দুই-তিন দিনের ছুটি নিয়ে গেছে। ওর পেমেন্ট দেওয়া হয়নি, এটাও আমি বলছি। একটা ব্যক্তিগত বিষয়ে ওর পেমেন্ট আটকে রেখেছি। ওর সাথে আলোচনার ব্যাপার আছে। বাকিটা সে কেন আসেনি, আপনারা ওকে জিজ্ঞেস করেন।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পারভেজ হোসেন ইমন সব কিছু অস্বীকার করেছেন। তিনি লিখেন, “ফ্র্যাঞ্চাইজির (চিটাগং কিংস) সঙ্গে কোনো ঝামেলা হয়নি। লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ-ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি- এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০