স্পোর্টস ডেস্কঃ আরেকটা ব্যর্থ এশিয়া কাপ মিশনে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে বাংলাদেশ। তাই র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে টাইগারদের। ওয়ানডেতে দীর্ঘদিন ধরে সাত নম্বর পজিশনে গেড়ে বসা সাকিব আল হাসানরা অধারাবাহিক পারফরম্যান্সে একধাপ নিচে নেমে এখন আটে অবস্থান করছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২।
বাংলাদেশকে টপকে এখন সাতে উঠে এসেছে টানা দ্বিতীয় আসরে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩। এদিকে চলতি এশিয়া কাপ র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে শুরু করে পাকিস্তান। কিন্তু সুপার ফোর থেকে বাদ পড়া বাবর আজমরা এখন অবস্থান করছে তালিকার তিন নম্বরে। শীর্ষস্থানে ফিরে এসেছে অস্ট্রেলিয়ার নাম।
২০২৩ ওয়ানডে সুপার লিগে তৃতীয় হওয়া বাংলাদেশ এখন ধুঁকছে বাজেভাবে। লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ পরাজয় ও ১ পরিত্যক্ত হওয়া দলটির অর্জন ছিল মোট পয়েন্ট ১৫৫। ইংল্যান্ডও সমান ১৫৫ পয়েন্ট পেয়েছে। নেট রানরেটে এগিয়ে থেকে ইংলিশরা দুই নম্বরে। বাংলাদেশের পরে ছিল ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার নাম (যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে)। কিন্তু র্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি বা জায়গাটি ধরে রাখত পারল না টাইগাররা।
এদিকে এখন পর্যন্ত চলতি এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। আর অস্ট্রেলিয়া শীর্ষস্থান ফিরে পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দারুণ খেলার সুবাদে। ৫ ম্যাচের সিরিজে তিনটি খেলে দুই জয় পেয়েছে অজিরা। অন্যদিকে পাকিস্তান ব্যর্থ হয়েছে সবশেষ শ্রীলঙ্কা ম্যাচে। যার সুবাদে শীর্ষস্থান হারাতে হয়েছে বাবরদের। শুক্রবার আইসিসি প্রকাশিত সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে উল্লেখযোগ্য আর কোনো পরিবর্তন নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০