ব্যর্থ গুরবাজ বাদ, সুযোগ পাচ্ছেন লিটন

0
70

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ এবারের আসরে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা দিল্লি ক্যাপিটালস। দিল্লি ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে কলকাতা। দুটিতে জয় ও তিনটিতে পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে দলটি। সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে হেরেছে নিতিশ রানার দল। এবার জয়ের ধারায় ফিরতে মরিয়া হওয়ার পাশাপাশি টেবিলে ওপরের দিকে উঠতে চোখ দলটির।

অপরদিকে দিল্লি এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ হার নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। ঘুরে দাঁড়িয়ে টেবিলের ওপরের দিকে আসতে জয়ের বিকল্প নেই ডেভিড ওয়ার্নারদের সামনে। আজ রাতের দিল্লি-কলকাতা ম্যাচ ঘিরে বেশ আলোচনা বাংলাদেশের ক্রিকেটে। কেননা কলকাতা নাইট রাইডার্স দলে আছেন বাংলাদেশের তারকা লিটন দাস।

ডানহাতি ব্যাটার লিটন প্রথমবারের মতো আইপিএল খেলতে গেছেন। দলের প্রথম তিন ম্যাচে ছিলেন না। জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে যোগ দেন। তিনি যোগ দেওয়ার পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল কলকাতার। কিন্তু মতে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সেই ম্যাচ দিয়ে আইপিএল অভিষেক হয়নি বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের।

এরপর মুম্বাইয়ের বিপক্ষেও সুযোগ পান নি লিটন। ম্যাচও জেতা হয় নি কলকাতার। তবে দিল্লির বিপক্ষে আজ কপাল খুলে যেতে পারে তাঁর। বর্তমানে কলকাতার ওপেনিং জায়গা সামলানো বিদেশি আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ৫ ম্যাচ খেলে ১ ফিফটি করেছেন মাত্র। যেখানে প্রায় ২০ গড়ে তার মোট সংগ্রহ ১০২ রান। আর সর্বশেষ তিন ম্যাচের দিকে তাকালে তার বাজে ফর্মের চিত্রটা আরও পরিষ্কার হবে। তার সর্বশেষ ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ৮, ০ ও ১৫ রান। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে একাদশে গুরবাজের জায়গা কতটা নড়বড়ে হয়ে গেছে।

যার ফলে কলকাতার একাদশে লিটনের জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। যদিও সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয় যোগ দিয়েছেন কলকাতা শিবিরে। তিনি লিটনের বাঁধা হতে পারেন। রয় তুলনামূলক লিটনের চেয়ে পরিক্ষীত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এছাড়া তাকে যেভাবে তড়িঘড়ি করে ভিত্তিমূল্যের চেয়ে অনেক বেশি ২ কোটি ৮০ লাখ রুপিতে কেনা হয়েছে, সেটাতে পরিষ্কার কলকাতা কতটা চায় তাকে।

রয়ের সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে লিটনের বড় শক্তির জায়গা হতে পারে তার সাম্প্রতিক ফর্ম। ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ৭০০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে পাওয়ার–প্লেতে সর্বোচ্চ স্ট্রাইকরেট লিটনের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার–প্লেতে ৬৪ ইনিংস ব্যাটিং করে তার স্ট্রাইক রেট ১৪২.৫৭। তাই পাওয়ার প্লেতে তার এমন পরিসংখ্যান কিছুটা হলেও এগিয়ে রাখবে তাকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here