নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লড়ছে খুলনা টাইগার্স ও ঢাকা ডমিনেটর্স। মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ আগে ব্যাট করতে নেমে খুব বেশি বড় স্কোর গড়তে পারেনি খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান পুঁজি ফ্র্যাঞ্চাইজিটির। ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, শারজিল খানরা। জিততে হলে ঢাকাকে করতে হবে ১১৪ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। রূপসা পাড়ের দলটি পাওয়ার প্লে’র মধ্যেই হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটারকে। দলীয় ২৮ রানের মধ্যেই একে একে প্যাভিলিয়নে ফেরেন শারজিল খান (১১ বলে ৭), মুনিম শাহরিয়ার (৫ বলে ৪) ও তামিম ইকবাল (১৫ বলে ৮)।
চতুর্থ উইকেটে আজম খান ও অধিনায়ক ইয়াসির আলি রাব্বির ব্যাটে আসে ২১ রানের জুটি। ভালো শুরু পেয়েও ১২ বলে ৩ বাউন্ডারিতে মাত্র ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানের আজম খান। পরবর্তীতে পঞ্চম উইকেটে সাইফউদ্দিনের সাথে ৩১ রানের জুটি গড়েন রাব্বি। খুলনা অধিনায়ক ২৫ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কায় ২৪ রান করে আউট হলে, ভাঙে সেই জুটি।
দ্রুত প্যাভিলিয়নে ফেরেন সাইফউদ্দিনও। তবে এর আগে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে করেন ২৮ বলে ১টি করে চার ও ছয়ের মারে ১৯ রান। শেষ দিকে সাব্বির রহমানের ১১ বলে ১১ ও ওয়াহাব রিয়াজের ৩ বলে ১ ছয় ও চারের মারে ১১ রানের ইনিংসে ভর করে কোনোমতে দলীয় রান একশ পার করতে পারে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
ঢাকার হয়ে ৪ ওভার বল করে ২৮ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন আল আমিন হোসেন। এর বাইরে নাসির হোসেন ও আরফাত সানী ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post