ব্যর্থ তামিম-সাব্বির, বিপর্যয়ে খুলনা

0
60

নিজস্ব প্রতিবেদকঃ চলতি বিপিএলে দুটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি খুলনা টাইগার্স। নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করছে তারা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে খুলনা। দুই ওপেনার হাবিবুর রহমান ও তামিম ইকবাল ফিরে গেছেন শুরুতেই। ৪ বলে ১ রান করেছেন তামিম। আরেক ওপেনার হাবিবুর করেছেন ১১ বলে মাত্র ৪ রান। তিনে নামা শারজিল খান ১২ বলে ১২ রান করে ফিরে যান।

এরপর জুটি গড়ে ধাক্কা সামাল দেন আজম খান ও অধিনায়ক ইয়াসির আলী। তবে ২২ বলে ২৫ রান করে ইয়াসির বিদায় নিলে ভাঙে এই জুটি। টিকতে পারেন নি সাব্বির রহমানও। মাত্র ১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। আজম খান ফিরেছেন ২৩ বলে ৩৪ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান।

খুলনা টাইগার্স: তামিম ইকবাল, শারজিল খান, হাবিবুর রহমান, আজম খান, ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আমাদ বাট, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স: নাইম শেখ, রনি তালুকদার, সাইম আইয়ুব, মেহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রবিউল হক, হাসান মাহমুদ, রকিবুল হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here