স্পোর্টস ডেস্ক:: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ব্যাট হাতে সফল হতে পারেননি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। ইনিংস উদ্বোধন করতে নেমে ব্যক্তিগত ১০ রানেই ফিরেছেন সাজঘরে। শত রানের আগেই অর্ধেক উইকেট হারিয়েছে বাবর আজমের দল।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান অবশ্য খুব খারাপও খেলছে না। তবে ধীরলয়ে রান তুলছে দলটি। দলীয় স্কোর বোর্ডে তিন উইকেট হারিয়ে শতরান তুলেছে দলটি। অধিনায়ক বাবর আজম, ফখর জামান ও ইফতিখার আহমদরা ফিরে গেছেন সাজঘরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৪.৪ ওভারে ৫ উইকেটে ১০০রান। ২ রানে শাদাব ও শুন্য রানে আসিফ ব্যাট করছেন।
দলীয় ১৫ রানেই ওপেনার বাবরকে হারায় পাকিস্তান। ৯ বলে ১০ রান করা পাকিস্তান অধিনায়ককে ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই সাজঘরে পাঠিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তার বিদায়ের পর দ্রুতই ফিরেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের ষষ্ট ওভারের পঞ্চম বলে দলীয় ৪২ রানের মাথায় প্যাভেলিয়নের পথ ধরনের ফখর জামান। দুই চারে ৬ বলে ১০ রান করা এই ব্যাটারকে শিকারে পরিণত করেন আবেশ খান।
তৃতীয় উইকেটে রিজওয়ান ইফতিখার আহমদকে নিয়ে যোগ করেন ৪৫ রান। এরপরই ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে ইফতিখারকে প্যাভেলিয়েন ফেরত পাঠান হার্দিক পান্ডিয়া। ২২ বলে ২৮ রান করে দলীয় ৮৭ রানের মাথায় সাজঘরে যান তিনি।
এরপর দ্রুত দুই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের ১৫তম ওভারে পান্ডিয়া পরপর ফিরিয়ে দেন ব্যাট হাতে লড়াই করতে থাকা রিজওয়ানকে। ওই ওভারের প্রথম বলে দলীয় ৯৬ রানের মাথায় রিজওয়ানকে সাজঘরে পাঠান তিনি। চার চার ও এক ছয়ে ৪২ বলে ৪৩ রান করেন এই পাক ব্যাটার। ওবারে তৃতীয় বলেই ২ রান করে খুশদিল শাহকে সাজঘরে ফেরত পাঠান পান্ডিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০