স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচেও ব্যর্থ এনামুল হক বিজয়। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নেমে ১০ রানের বেশি করতে পারেন নি এই ওপেনার। লিটন দাসকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসা এই ডানহাতি ফিরেছেন ওডিন স্মিথের বলে।
গায়ানাতে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করতে থাকেন লিটন-বিজয়। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারালেও পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন বিজয়। পরের ওভারেই ফিরে যান সাকিব আল হাসানও।
১১ বলে এক চারে বিজয় করেন ১০ রান। টি-টোয়েন্টিতে ফেরার সিরিজ তার জন্য কাটল হতাশাতেই। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ এই ফরম্যাটের সিরিজ খেলেছিলেন তিনি। বিজয়ের বিদায়ের পর ক্রিজে গিয়েই স্মিথের শর্ট বলে বাউন্ডারি মেরে শুরু করেন সাকিব।
তবে বেশিক্ষণ টিকতে পারেন নি সাকিব। ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ডের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩ বলে ৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৪৪ রান। লিটন ২২ ও আফিফ হোসেন ১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শামাহ ব্রুকস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডমিনিক ড্রেকস, আকিল হোসেন, ওবেদ ম্যাককয়, হেইডেন ওয়ালশ জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০