ব্যর্থ বিশ্বকাপ শেষ করে দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা

0
229

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রোববার ভারত থেকে ফ্লাইট বিলম্বিত হওয়ায় সকাল পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। পুনেতে ৩০৭ রানের টার্গেট দিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি টাইগাররা। মিচেল মার্শের ১৭৭ রানে ভর করে অস্ট্রেলিয়া হেসেখেলেই জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে। দারুণ ফিফটি হাঁকান অজি ব্যাটার স্টিভেন স্মিথও।

এদিকে বিদেশি কোচিং স্টাফ ছাড়া ঢাকায় ফিরেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররাও। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন তারা। তবে আগামী ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজ। শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসছে তাসমান সাগরপাড়ের দেশ- নিউজিল্যান্ড।

এদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়েই শুরু হয়েছিল তাদের মিশন। কিন্তু যতই দিন গড়িয়েছে ততই সেমিফাইনালের আশা ফিকে হয়েছে। শেষ পর্যন্ত শীর্ষ চারে নয়, কোনোমতে অষ্টম হওয়ার সম্ভাবনা নিয়ে দেশে ফিরেছে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাকি সাত ম্যাচেই হেরেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here