স্পোর্টস ডেস্ক: বেশ কয়েক দিন থেকে ছন্দে নেই ‘রান মেশিন’ খ্যাত মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ বলা তাকে। সেই রান মেশিন রানে না থাকায় ভালোই ভুগছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে জেতা ম্যাচ হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।
ইংল্যান্ডের দেয়া ৩১০ রানের টার্গেটে ব্যাটিং করতে গিয়ে ম্যাচটি প্রায় বের করে এনেছিলো টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে সেই ইংলিশরাই। এর পেছনে মূল কারণ হলো লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতা। দলের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একটি ভুল শটে আউট হয়ে যাওয়াটাও বেশ চোখে বাজছে।
শুধু ব্যাটিংয়েই নয়, মুশফিক ছন্দে ছিলেন না উইকেটকিপিংয়েও। তবে মুশফিকের ফর্মহীনতা মানতে চাইলেন না স্বয়ং টাইগার দলপতি মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘মুশফিক এখনও আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন।
‘মুশফিক দু’তিনটা ম্যাচ ভালো করেনি। কিন্তু এর মানে এই না ও হারিয়ে গেছে। ও সামনে ভালোভাবেই ফিরে আসবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০