নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়রা হয়েছেন ব্যর্থ। আর এতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে বিপাকেই আছে বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইনিংসের একেবারে প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরেন লিটন দাস। দিলশান মধুশঙ্কার করা ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের বল টেনে নিয়ে এসে খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড আউট হয়েছেন এই তারকা। হতাশ করেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ৩ রানের মাথায় সেই মধুশঙ্কার শর্ট বল ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তাওহীদ হৃদয়ও। প্রমোদ মধুশনের গুড লেন্থ ডেলভারিতে ডিফেন্স করতে গিয়ে বোল্ড আউট হয়েছেন হৃদয়। দেরীতে ডিফেন্স করতে যাওয়াতেই মাত্র ৩ রান করে দলকে বিপদে রেখে প্যাভিলিয়নে ফিরেছেন। ২৩ রানে ৩ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৫ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post