নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রান করে ঢাকা বিভাগ। ইনিংস সর্বোচ্চ ২০ বলে ৪ ছক্কায় ৩৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
রান তাড়ায় রাজশাহী থামে ৯ উইকেটে ১২২ রান তুলে। দলের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৩১ রান করেছেন এস এম মেহেরব। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ বলে করেছেন মাত্র ৬ রান। ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম ৪ ওভারে ১০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।
এর আগে আশিকুর রহমান ও রায়ান রাফসানের উদ্বোধনী জুটিতে ঢাকা পায় ৫০ রান। ১৮ বলে ২২ রান করেছেন আশিকুর। রায়ান ৩০ বলে করেন ৩২ রান। এ দুজনের বিদায়ের পর অধিনায়ক মাহিদুল ইসলাম ছাড়া আর কেউ ২০ রানও পাননি। ৪ ছক্কায় ২০ বলে ৩৫ রান করেছেন মাহিদুল। এ ছাড়া শেষ দিকে ৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন ১৪ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000