নিজস্ব প্রতিবেদকঃ ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং পেয়ার বদলে তামিম ইকবালের সাথে নেমেছিলেন লিটন দাস। দুজনের সেই জুটি ভাঙে ভাগ্য বিড়ম্বনায় লিটন আউট হলে। দলীয় ৩২ রানের মাথায় ফিরে যান লিটন।
মার্ক অ্যাডায়ারের বাউন্স বল লিটনের হেলমেটে আঘাত হেনে একবার পিচে বাউন্স খেয়ে স্টাম্পে গিয়ে আলতোভাবে আঘাত হানে। নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না লিটন। ১৯ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৩ রানেই আউট হতে হয়েছে লিটনকে।
এরপর উইকেটে এসে দ্রুতই নাজমুল ইসলাম শান্ত বিদায় নেন। ৯ বলে ১ বাউন্ডারিতে ৪ রান করেন তিনি। ম্যাকব্রাইনের বলে আউট হন আইরিশ অধিনায়ক বালবার্নির হাতে ক্যাচ দিয়ে। কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে দুই প্রিয় বন্ধু তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের পথে ছুটছে বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সবশেষ সংগ্রহ ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান। তামিম ৪৮ বলে ২ বাউন্ডারিতে ২৪ ও মুশফিক ২০ বলে ৫ বাউন্ডারিতে ২৯ রানে অপরাজিত। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৪৯ রান। ঝড়ো ব্যাট করা মুশফিক ক্যারিয়ারে ১৪ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেছেন।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে সকালের সেশনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। আগের দিন ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান নিয়ে দিন পার করেছিল আইরিশরা। তবে সেখান থেকে আজ চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি দলটির। অলআউট হয়েছে মাত্র ৬ রান যোগ করেই, অর্থাৎ ২৯২ রানে। এদিন ৯ ওভার ব্যাট করতে পারে সফরকারীরা।
এবাদত হোসেনের জোড়া শিকারে প্যাভিলিয়নে ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও গ্রাহাম হিউম। ১৫৬ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন ম্যাকব্রাইন। ১৪ রান এসেছিলন হিউমের ব্যাট থেকে। এর আগে তৃতীয় দিনে ১০৮ রান করেছিলেন লরকান টাকার। ৫৬ রান এসেছিল হ্যারি টেক্টরের ব্যাট থেকে।
বিপর্যয় থেকে দারুণভাবে ঘুরে দাড়িয়েছিল দল। তবে বাংলাদেশের লিড টপকে বড় লক্ষ্য দলটি ছুঁড়ে দিতে পারেনি। বাংলাদেশের সামনে ম্যাচের চতুর্থ ইনিংসে লক্ষ্য তাই দাঁড়ায় ১৩৮ রান।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৪টি উইকেট লাভ করেন। এবাদত হোসেন ৩ উইকেট শিকার করেন। সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা