ব্যর্থ সৌম্য-ইমরুলরা, হার দিয়ে শুরু মোহামেডানের

0
165
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ হার দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসর শুরু করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, ইমরুল কায়েসরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৯ রানের বিশাল পুঁজি পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে প্রায় সবাই রান পেয়েছেন। ৭৯ বলে ৩ বাউন্ডারি ও ২ ছয়ের মারে সর্বোচ্চ ৬৬ রান করেন দলটির বিদেশি রবি তেজা। ৪৩ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬২ রান করেন মেহরব হাসান। ৫৪ বলে ৬ চার ও ১ ছয়ের মারে ৫৯ রান করেন অধিনায়ক আকবর আলি।

মোহামেডানের হয়ে সৈয়দ খালেদ আহমেদ ৩টি উইকেট নেন সর্বোচ্চ, আবু জায়েদ রাহি শিকার করেন ২টি উইকেট।

৩৫০ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে গিয়ে ভালো পথে থাকলেও, একটা সময় নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পিছিয়ে পড়ে মোহামেডান। শেষ পর্যন্ত ১০.৪ ওভার বাকি থাকতেই ২২১ রানে গুঁটিয়ে যায় দলটির ইনিংস। রনি তালুকদার ৬১ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮০ রানের ক্যামিও ইনিংস খেলেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৫৭ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৮ রান করেন। সৌম্য সরকার ১৯ বলে ৩ বাউন্ডারিতে মাত্র ১৬ রান করেন। অধিনায়ক ইমরুলের ব্যাটে ৩২ বলে আসে ৩ বাউন্ডারিতে ২৯ রান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে কাজী অনিক, এনামুল হক ও হুসনে হাবীব মেহেদী ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here