নিজস্ব প্রতিবেদকঃ প্রত্যাবর্তন রাঙাতে পারলেন না সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট হাতে রানের খাতাই খোলতে পারেন নি বাঁহাতি এই ব্যাটার। কিউইদের করা ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্রুত হারিয়েছে ৪ উইকেট। ক্রিজে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শুরুতে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর তিনে নামা তানজিদ তামিম ও চারে নামা সৌম্য সরকার ব্যর্থ হয়েছেন। আউট হয়েছেন তাওহীদ হৃদয়ও। ওপেনার তামিমের সঙ্গে দলকে টানার ভার এখন মাহমুদউল্লাহর। এর আগে লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রানে। এরপর ওপেনার তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম মিলে ঝোড়ো রান সংগ্রহ করতে থাকেন। তাতে ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলে ফেলে।
১১তম ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বোলার ইশ সোধি ওই এক ওভারেই তুলে নেন তানজিদ তামিম ও সৌম্য সরকারের উইকেট। তাতে শুরুর ধাক্কা কাটতে না কাটতেই চাপে পড়ে বাংলাদেশ। ১২ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন জুনিয়র তামিম। আর রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।
এরপরে দলীয় স্কোরে ১০ রান যোগ হতেই সোধির শিকার হয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তিনি করেছেন ৭ বলে মাত্র ৪ রান। এ দিকে অপর প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুধু সতীর্থদের আউট হওয়া দেখছিলেন। এই মুহূর্তে তাকে সঙ্গ দিতে মাঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post