স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার এরিক টেন হাগের দল ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জেতে। স্কট ম্যাকটমিনে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান অ্যান্তেনিও মার্শিয়াল।
এই জয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান সংহত করল ইউনাইটেড। তবে তাদের দুশ্চিন্তা বাড়ল মার্কাস রাশফোর্ডের চোট। দ্বিতীয়ার্ধের শেষের দিকে কুঁচকিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ শেষে ব্যস্ত সূচিকে দুষলেন ম্যান ইউ কোচ এরিক টেন হাগ।
টেন হাগ বলেন, ‘কিছু বিষয় এড়িয়ে যাওয়া যায় না, তবে এটি এড়ানো যেত। কেন প্রিমিয়ার লিগে আমাদের রোববার রাতে পরের দিকে এবং শনিবার দিনের শুরুতে ম্যাচ দেওয়া হচ্ছে? আমার মনে হয় এটা ঠিক নয়। এই কারণে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। খেলোয়াড়রা এত দ্রুত রিকভার করতে পারে না এবং সবরকম গবেষণা থেকে আমরা জানি যে, খেলোয়াড়দের শক্তি পুনরুদ্ধারের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়।’
আগামী বৃহস্পতিবার রাতেই ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সেভিয়ার মোকাবেলা করে ইউনাইটেড। এর আগে রাশফোর্ডের চোটে পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাশফোর্ড। চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। টেন হাগের আশা, ইংলিশ ফরোয়ার্ডে চোট যেন গুরুতর না হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০