স্পোর্টস ডেস্কঃ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ে দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত রাতে পাঞ্জাব কিংসের কোনো বোলার চ্যালেঞ্জ জানাতে পারেনি বিরাট কোহলিকে। ফলে হাত খুলে খেলেন বেঙ্গালুরুর এই ওপেনার। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলি ৪৯ বলে খেললেন ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস। ২টি ছক্কা এবং ১১টি বাউন্ডারিতে সাজানো তার এই ইনিংস।
ব্যাঙ্গালুরুর দর্শকরা কোহলির নাম ধরে লাগামহীন চিৎকার করছেন, কোহলি তখনও মনে করিয়ে দিলেন, এখান থেকে অনেকেই তাকে যে ছেঁটে ফেলার কথা ভাবেন। ‘দর্শকদের বলব, অতি উত্তেজিত হয়ে যাবেন না। শুধুমাত্র দুটি ম্যাচ গেল। আমি জানি কমলা টুপির মর্ম কী। এটা বছরের পর বছর ধরেই চলছে। দিনশেষে অর্জন নিয়ে কথা বললে হবে না। পরিসংখ্যান বা সংখ্যা নিয়ে না। সবচেয়ে বড় বিষয় স্মৃতিগুলো। রাহুল দ্রাবিড় প্রায়ই বলেন, বন্ধুত্ব ভালোবাসা প্রশংসা আর সমর্থনটাই আপনি মনে রাখবেন এবং মিস করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post