স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনৌ সুপার জায়ান্টস। ব্যাঙ্গালোরের ঘরের মাঠে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
ম্যাচের টস জিতেছেন লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এই ম্যাচে দুই দলই নিজেদের একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ব্যাঙ্গালোরের একাদশ থেকে বাদ পড়েছেন মাইকেল ব্রেসওয়েল। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ওয়েন পারনেল। তিনি রিচ টপলির ছিটকে যাওয়ায় মাঝপথে আইপিএলে সুযোগ পেয়েছেন। আরসিবির জার্সিতে অভিষেক হয়েছে পারনেলের।
এদিকে লখনৌর একাদশে ফিরেছেন তারকা পেসার মার্ক উড। এই ইংলিশ পেসারের একাদশে ফেরার ম্যাচে বাদ পড়েছেন রোমারিও শেফার্ড। এই ম্যাচেও লখনৌর একাদশে সুযোগ হয়নি কুইন্টন ডি ককের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লরমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, ওয়েন পারনেল, হার্ষাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, অমিত মিশ্র, আভেশ খান, মার্ক উড ও রবি বিষ্ণুই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post