ব্যাঙ্গালোরের একাদশে হ্যাজেলউড, ফের লখনৌর একাদশে নেই ডি কক

0
68

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। লখনৌর ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পুরোপুরি ফিট থাকায় আবারও এই ম্যাচে ব্যাঙ্গালোরের অধিনায়কত্বে ফিরেছেন ফাফ ডু প্লেসিস।

ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।আর সেই টস জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস।

এই ম্যাচে ব্যাঙ্গালারের একাদশে দুই পরিবর্তন এসেছে। স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন ডেভিড উইলি। তার পরিবর্তে একাদশে এসেছেন জশ হ্যাজেলউড। এছাড়া অনূজ রাওয়াত একাদশে এসেছেন শাহবাজ আহমেদের পরিবর্তে।

এদিকে লখনৌর একাদশেও এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন একাদশ থেকে আভেশ খান। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম। কাইল মায়ার্স পারফর্ম করায় এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি কুইন্টন ডি ককের। বেঞ্চে গরম করেই আইপিএল কাটাচ্ছেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, অনূজ রাওয়াত, মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কর্ণ শর্মা, মোহাম্মদ সিরাজ ও জশ হ্যাজলেউড।

লখনৌ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান, অমিত মিশ্র, যশ ঠাকুর, কৃষ্ণাপ্পা গৌতম, নাভীন উল হক ও রবি বিষ্ণুই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here