স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এর আগে ব্যাঙ্গালোরের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে টস।
সেই টস জিতেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সবশেষ ম্যাচেও কোহলি ছিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন নেই রাজস্থান গুঞ্জন চলছিল অ্যাডাম জাম্পা সুযোগ পাবেন একাদশে, বাদ পড়বেন জেসন হোল্ডার। তবে সেটি হয়নি শেষ পর্যন্ত।
এদিকে ব্যাঙ্গালোর নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। দলটির একাদশ থেকে বাদ পড়েছেন ওয়েন পারনেল। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডেভিড উইলি।
রাজস্থান রয়্যালস একাদশ
সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, যশস্বী জয়সুয়াল, দেবদূত পাডিকাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, মোহাম্মদ সিরাজ ও বিজয়কুমার বিশাক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post