নিজস্ব প্রতিবেদক: টার্গেট মাত্র ১৫৪ রান। হাতে ১০ উইকেট, পুরো এক দিনে চেয়েও বেশি সময়। কিন্তুু এমন ম্যাচও জিততো পারলো না সিলেট। এমন সহজ ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় রংপুরের কাছে ৫৬ রানে হেরেছে সিলেট বিভাগীয় ক্রিকেট দল। রংপুরের বোলার সোহরাওয়ার্দী শুভর বোলিং তোপে অল্পতেই গুটিয়ে গেছে সিলেট।
প্রথম ইনিংসে রংপুরের ২১৭ রানের জবাবে খেলতে নেমেও যেমন ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা তেমনি দ্বিতীয় ইনিসংসে ব্যর্থ হয়েছে তারা। প্রথম ইনিংসে কেবল জাকিরই ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। জাকিরের ১১২ রানের সুবাদে সিলেট সংগ্রহ করে ছিলো ২৪৭ রা। লীড পেয়ে ছিলো ৩০ রানের।
কিন্তুু দ্বিতীয় ইনিংসে রংপুরের দেওয়া ১৫৪ রানে খেলতে নেমে গতকালই সর্বনাশঘটে সিলেটের। দিন শেষে সাত উইকেট হারিয়ে গতকাল সংগ্রহ ছিলো ৮৯ রান। সেখান থেকে আজ সকালে তিন উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমে সিলেট কিনা অল আউট ৯৭ রানে। আগের ইনিংসে সেঞ্চুরি করা জাকির করলেন মাত্র ৭ রান। ব্যর্থ অন্য সবাই। অভিজ্ঞ খেলোয়াড় রাজিন সালেহ, অলক কাপালী কেউ পারলেন ছোট এই টার্গেটকে চেঞ্চ করতে। নিজেদের উইকেট বিসর্জন দিয়েছেন রংপুরের বোলারদের কাছে। তাই সকালের প্রথম সেশনেই রংপুর জয় তুলে নিয়েছে ৫৪ রানের।
অথচ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসে সিলেট সংগ্রহ করেছে ২৪৭ রান। সিলেট লিড পেয়েছে ৩০ রানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে সিলেটের বিধ্বংসী বোলিং তোপে রংপুর মাত্র ১৮৩ রানেই অল আউট হয়ে যায়। রংপুরের হয়ে জাহিদ ১৬, সায়মন ১১, তানভীর ২৮, নবীন ৮ রান করেছেন।
দ্বিতীয় ইনিংসে সিলেটের হয়ে শাহনুর ৪, রাহি ২টি, আবুল হাসান রাজু, নাসুম, ইমরান আলী ১টি করে উইকেট পেয়েছেন।
১ম ইনিংসে সিলেটের হয়ে ১১২ রানের এক নান্দনিক ইনিংস খেলেছেন জাকির হাসান। ১১২ রান করা জাকির সনজিত সাহার এলবিডব্লিউর ফাঁদে পড়েন। জাকির সেঞ্চুরির ইনিংসটি ৮ চার, ১ ছয়ে সাজানো।
১ম ইনিংসে সিলেটের হয়ে অলক কাপালী ২৫, তান্না ২৩, শানাজ ৩৫ রান, আবুল হাসান রাজু ২২, শানুর ৬, রুমান ৮ রান করেন।
রংপুরের হয়ে সাজিদুল ২টি, তানভীর হায়দার ২টি, মাহমুদুল হাসান ২টিম, উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই এগুচ্ছিলো রংপুরের উদ্বোধনী জুটি। রংপুের দলীয় স্কোর যখন বিনা উইকেটে ৬৯ তখনি সিলেটকে বেক থ্রু এনে দেন গত ম্যাচে অভিষেক হওয়ার সিলেটের তরুণ বোলার শাহনুর। ৩২ রান করা রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন শাহনুরের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।
প্রথম উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে রংপুরের ব্যাটসম্যান। সিলেটর বিধ্বংসী বোলিংয়ে দলীয় স্কোর ১শ পর হওয়ার আগেই ৪ জন ব্যাটসম্যান প্যাভালিয়ানে ফেরেন। সোমবার সকালে ২শ১৭ রানেই আটকে যায় রংপুরের ইনিংস।
রংপুরের জাহিদ ৩৯, মাহমুদুল হাসান ৫, আরিফুল হক ১৬, নবীন ৩১ রান, ধীমান ঘোষ ৪৫ রান করেন। ব্যক্তিগত ২১ রানে অপরাজিত আছেন সোহরাওয়ার্দী শুভ।
সিলেটের হয়ে অধিনায়ক অলক কাপালী ৩টি, তরুণ স্পিনার শাহনুর ৩টি, আবুল হাসান ২টি, নাসুম আহমদ ১টি, রাহী ১ টি করে উইকেট লাভ করেন।
দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানের টার্গেটে খেলতে নামা সিলেটের ব্যাটসম্যান তান্না সর্বোচ্চ ২৬ রান করেন। অলক কাপালি ২৪, নাসুম অপরাজিত ১৯ রান ছাড়া অন্য কেউ বলার মত রান করতে পারেননি।
ম্যাচ সেরা হয়েছেন রংপুরের শুভ।
রংপুরের হয়ে সোহরাওয়ার্দী শুভ ৭টি, সাদ্দাম হোসাইন ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০