স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ব্যাটারদের দায় দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের ম্যাচের মতো শুক্রবারের ম্যাচেও ব্যাটাররা ভালো খেলেননি বলে মনে করেন তিনি। প্রথম ১০-১৫ ওভারের মধ্যেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়েছে টপ অর্ডার ব্যাটারদের বিদায়ে। সেই বিপর্যয় থেকে খুব একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশ। তাই সামনের ম্যাচ থেকে দায়িত্ব নিয়ে খেলার তাগিদ বাংলাদেশ দলের সহ-অধিনায়কের।
নিউজিল্যান্ড ম্যাচের ব্যাটিং বিপর্যয় প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। শুরুটা ভালো হয়নি। আগের ম্যাচেও প্রথম ১০-১৫ ওভার আমরা দৃষ্টিকটু ব্যাট করেছি। উইকেট ভালোই দেখাচ্ছিল। নতুন বলে অল্প বাউন্স হচ্ছিল। আমাদের উচিত ছিল একটু দায়িত্ব নিয়ে ব্যাট করা। যদি প্রথম ১০-১৫ ওভার খেলতে পারতাম, তাহলে ভালো হতো।’
চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২৪৫ রানের বেশি করতে পারে নি বাংলাদেশ। রান তাড়ায় অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। মিচেলের ইনিংসটি ছিল ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায়। চোট পেয়ে মাঠ ছাড়া উইলিয়ামসন শুরু থেকে মন্থর ব্যাটিং করলেও ফেরার আগে হাত খোলে ব্যাট করেন। ১০৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। এর আগে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৩ চারের মারে ৪৫ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post