ব্যাটারদের দৃঢ়তায় প্রথম দিন নিজেদের করল শ্রীলঙ্কা

0
15

স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। গলে ম্যাচের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। ব্যাটারদের দৃঢ়তায় স্বাগতিকরা বেশ ভালো অবস্থানে থেকে শেষ করেছে দিন। যদিও দায় আছে এতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমেরও। দুটি ক্যাচ মিস করেছেন তিনি।

প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩১৫ রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ৯২ রানের দারুণ এক উদ্বোধনী জুটি পায় লঙ্কানরা। তবে ওয়ানডে স্টাইলে ব্যাট করা ওশাদা ফার্নান্দো ফিরলে ভাঙে সেই জুটি। যাবার আগে ক্যারিয়ারের সপ্তম টেস্ট ফিফটি তুলে নেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ৭০ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ রান করেন ওশাদা।

দ্রুতই ফিরে যান সদ্য উইকেটে আসা কুশল মেন্ডিস। দলীয় ১২০ রানের মাথায় অধিনায়ক দিমূথ করুণারত্নের বিদায়ে তৃতীয় উইকেটের পতন ঘটে। ৯০ বলে ৩ বাউন্ডারিতে ৪০ রানের ইনিংস খেলে যান করুণারত্নে। এরপর ৭৫ রানের একটি জুটি গড়েন দুই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমাল। শততম টেস্ট খেলতে নামা ম্যাথিউসের বিদায়ে ভাঙে সেই জুটি। ১০৬ বলে ৫ বাউন্ডারিতে ৪২ রান করেন এই তারকা।

পরবর্তীতে ষষ্ঠ উইকেটে ৬৩ রানের একটি জুটি গড়েন দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। ফিফটি পূরণ করলেও, সেঞ্চুরি মিস করে চান্দিমাল ফিরলে ভাঙে সেই জুটি। ক্যারিয়ারের ২৫তম টেস্ট ফিফটির পর ৮০ রানে ড্রেসিং রুমের পথ ধরেন চান্দিমাল। তার ১৩৭ বলের ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি ও ২ ছক্কায়।

দলীয় ২৯০ রানের মাথায় আরও একটি উইকেট হারায় স্বাগতিকরা। এবার প্যাভিলিয়নে ফেরেন ৬১ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৩ রান করা ধনাঞ্জয়া ডি সিলভা। তবে দিনের বাকিটা সময় আর কোনো উইকেট হারাতে দেননি। নিরোশান ডিকেওয়ালা ও অভিষিক্ত দুনিথ ওয়েলালাগে।

দুজনের অবিচ্ছিন্ন ২৫ রানের জুটিতেই দিন পার করে দেয় শ্রীলঙ্কা। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রান করে অপরাজিত আছেন ডিকেওয়ালা। ৬ রান করে অপরাজিত আছেন দুনিথ।

পাকিস্তানের হয়ে ২টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ নওয়াজ। ১টি করে উইকেট লাভ করেন নাসিম শাহ, নওমান আলি ও ইয়াসির শাহ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here