ব্যাটারদের সামর্থ্যের ওপরই আস্থা উইন্ডিজের

0
3

স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রাতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও উইন্ডিজ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গায়ানায় লড়বে দুই দল। তবে এই ম্যাচে উঁকি দিচ্ছে বৃষ্টির শঙ্কা। ম্যাচে বৃষ্টির দেখা মিলবে বলে আভাস মিলছে। গেল কদিন ধরেই দেশটিতে বৃষ্টি হচ্ছে।

আর এতে করে উইকেট অনেকটাই ধীর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে স্পিনাররা সুবিধা পেতে পারেন বেশি। বাংলাদেশ দলে সাকিব-নাসুম-মেহেদীদের মতো স্পিনাররা আছেন। তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন উইন্ডিজ ব্যাটারদের। তবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না ক্যারিবিয়ানরা।

উইন্ডিজ অধিনায়ক নিকোলাসা পুরান আস্থা রাখছেন নিজ দলের ব্যাটারদের ওপরই। যদি ব্যাটাররা নিজেদের ফর্ম দেখাতে পারেন, তাহলে কোনো সমস্যাই হবে। দলের ব্যাটারদের নিয়েই খুশি তিনি। সব মিলিয়ে দলের জয়ের ধারা ধরে রাখতে চান পুরান।

পুরান বলেন, ‘আমাদের ভালো ব্যাটার আছে, যাদের দক্ষতা রয়েছে। নির্দিষ্ট দিনে তারা দলের জন্য ফল নিয়ে আসতে পারবে। এটা নিয়ে ভাবতে চাই না। আমাদের দলের ব্যাটারদের নিয়ে খুশি আমি। কেউ ভুল করতেই পারে, তবে তাদেরকে সমর্থন দেওয়াটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচের কারণে আত্মবিশ্বাস ভেঙে যাক, এটি চাই না আমরা। আশা করি সবকিছুই ঠিক থাকবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here