নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে ব্যাটিংয়ে চলছে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। ব্যাট হাতে ব্যর্থতার প্রদর্শনী যেন থামছেই না সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের। হারের বৃত্তে থাকা টাইগাররা মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে অলআউট হওয়ার আগে করেছে মাত্র ২০৪ রান। ২৯ বল বাকি থাকতে গুঁটিয়ে যাওয়া টাইগারদের হয়ে লড়াই যা একটু করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির শিকারে পরিণত হন তানজিদ হাসান তামিম। ওয়ানডেতে ১০০তম উইকেট এটি শাহিনের। ইনসুইংয়ের লাইন মিস করেন তানজিদ। তিনে নামা নাজমুল হোসেন শান্তও টেকেন নি আজ। শাহিন পরের ওভারে বল করতে এসে ফেরান ৪ রান করা ব্যর্থতার বৃত্তে থাকা এই বাঁহাতি ব্যাটারকে।
মুশফিকুর রহিমকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে পাঠানো হয়েছিল চারে। ব্যর্থ তিনিও। হারিস রউফের ইনসুইং তাঁর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার রিজওয়ানের গ্লাভসে। মাত্র ৫ রানেই শেষ হয় মুশফিকের ইনিংস। চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন লিটন। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে পাঁচে নেমেছেন মাহমুদউল্লাহ। আস্থার প্রতিদানও দেন ব্যাটে।
দারুণ এক জুটি গড়ার পর বিদায় নেন লিটন। ৬৪ বলে ৬ চারে ৪৫ রান করেন তিনি। লিটনের বিদায়ের পর ফিফটি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। ৭০ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রান করে শাহিনের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ব্যাট করতে নেমে একটা ছক্কা মেরেই ওসামা মীরের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহীদ হৃদয়।অধিনায়ক সাকিব বিদায় নেন ৬৪ বলে ৪ চারে ৪৩ রান করে। মোহাম্মদ ওয়াসিমের দারুণ গতির বল তুলে মারতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু বলে-ব্যাটে হয়নি। ৩০ বলে ১ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি।
পাকিস্তানের পক্ষে সফলতম বোলার শাহিন আফ্রিদি। ৯ ওভারে এক মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ৮.১ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিমও। হারিস রউফের শিকার হয়েছেন দুই টাইগার। বাকি দুটি গেছে ইফতেখার ও উসামা মীরের ঝুলিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০