Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট ব্যাটিংয় বিপর্যয়ে বাংলাদেশ, অর্ধশতকের আগেই অর্ধেক শেষ

ব্যাটিংয় বিপর্যয়ে বাংলাদেশ, অর্ধশতকের আগেই অর্ধেক শেষ

0

নিজস্ব প্রতিবেদক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। অর্ধশতকের ঘরে পৌঁছানোর আগেই টাইগাররা হারিয়েছে ছয় উইকেট। যেখানে চার ব্যাটারই ফিরেছেন শূন্য রানে। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে পড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬.৪ ওভারে ৬ উইকেটে ৪৭ রান। অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন। ইতিমধ‌্যে একে একে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, তামিম ইকবাল, লিটন দস ও নুরুল হাসান সোহান।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায়। দলীয় ১ রানের মাথায় শুন্য রানে সাজঘরে ফিরেন ওপেনার জয়। তার বিদায়ের পর টাইগাররা দলীয় ৩ রানেই হারায় তৃতীয় উইকেট। জয়ের পর শান্তও কেমার রোচের শিকারে সাজঘরে ফিরেন তৃতীয় ওভারের প্রথম বলেই।

পরপর দুই উইকেট হারানো বাংলাদেশ ১৬ রানেই হারায় তৃতীয় উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে রোচের তৃতীয় শিকারে সাজঘরে ফিরেন তিনি। ম্যাচের আগের রাতে উইন্ডিজ স্কোয়াডে আসার এই বোলারেই ব্যাটিং ধ্বস শুরু হয় টাইগারদের। মুমিনূলের বিদায়ের পর বাংলাদেশ বড় ধাক্কাটা খায়। দলীয় ৪১ রানের মাথায় ১৪তম ওভারের শেষ বলে জোসেপের শিকারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। চার চারে ৪৩ বলে ২৯ রান করেন তিনি।

তামিমের বিদার পর দ্রুত ফিরে যান লিটন দাসও। দলের স্কোরে আর রান যোগ হওয়ার আগেই তিনি মায়ার্সের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেন ১৫তম ওভারের চতুর্থ বলে। ৩৩ বলে ১৭ রান করেন তিনি। এক বল বিরতি দিয়ে ওই ওভারের শেষ বলে সোহানকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেন মায়ার্স। দলীয় ৪৫ রানেই বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট।

ব্যাটিং বিপর্যয়ে পড়া টাইগারদের হয়ে প্রতিরোধের চেষ্টা করছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিপোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version