স্পোর্টস ডেস্কঃ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে এগিয়ে গেল উইন্ডিজ। ভারতকে রোববার দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। গায়ানাতে আগে ব্যাট করে ১৫২ রান করে হার্দিক পান্ডিয়ার দল। জবাব দিতে নেমে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিকরা। এ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রভম্যান পাওয়েলের দল।
ভারতের করা ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। ২ চারে ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন আকিল হোসেন। ১ ছক্কায় ৮ বলে ১০ রান করেন আলজারি জোসেফ। এর আগে ৬ চার ও ৪ ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নিকোলাস পুরান।
প্রথম ওভারে ২ রানেই ২ উইকেট খোয়ানো উইন্ডিজ ম্যাচ জিতেছে পুরানের দারুণ ব্যাটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশম পঞ্চাশ ছোঁয়া ইনিংসে স্রেফ ৪০ বলে ৬৭ রান করেন বাঁহাতি কিপার-ব্যাটার। দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। ম্যাচ শেষে নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত পুরান।
পুরান বলেন, ‘আমি যেভাবে পারফরম্যান্স করেছি তাতে আমি খুশি। খেলার সৌন্দর্য হলো শেষ না হওয়া পর্যন্ত কখনই তা শেষ হয় না। ধারাবাহিকতা হওয়া এমন একটি জিনিস যা আমি সবসময় দেখাতে চাই। আমি গত কয়েক বছরে কঠোর পরিশ্রম করছি, কিন্তু আমরা হেরেছি। এখন আমি খেলাকে ভিন্নভাবে দেখি। যতক্ষণ আমি পিচে ব্যাট করেছি ততক্ষণ আমার কাছে রানটা বিশেষ কিছু বিষয় হয়ে ওঠেনি। আমি ভাবছিলাম আরো সুন্দর ভাবে কি করে খেলাটার ওপর কন্ট্রোল আনা যায়। আমার মনে হয় এখানে উইকেট ঠিকই ছিল। আমরা এখানে এমন উইকেট পেতেই অভ্যস্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post