নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৮৩ রানের দুর্দান্ত ইনিংস ৪১ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে। স্ট্রাইক রেট দুইশ’র বেশি। আক্রমণাত্বক ব্যাটিংয়ে আইরিশ বোলারদের তুলোধুনো করেছেন এই তারকা।
আন্তর্জাতিক ক্যারিয়ারের দশম ফিফটি হাঁকানো ইনিংসে বেশ কয়েকটি কীর্তি গড়েছেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের এটি ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে দিন কয়েক আগে মিরপুরের হোম অব ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের ইনিংসটি ছিল ক্যারিয়ার সেরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাস পার করেছেন ৫০ বা এর বেশি ছক্কা হাঁকানোর কীর্তি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ এই কীর্তি গড়েছেন। বর্তমানে সাবেক অধিনায়কের নামের পাশে ৬৪টি ছক্কা।
লিটন দাস এদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করার কীর্তি গড়েছেন। এই ম্যাচের আগে ১৭২ ইনিংস খেলে ৩৯৬৩ রান ছিল টি-টোয়েন্টিতে। এই ইনিংস শেষে এখন ১৭৩ ইনিংসে তার রান ৪০৪৬।
এর বাইরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। মাত্র ১৮ বলে ফিফটি পূরণ করেন। একটি বলও ডট খেলেননি। লিটন ভেঙেছেন ১৬ বছর আগে মোহাম্মদ আশরাফুলের করা ২০ বলে দ্রুততম ফিফটির রেকর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post