নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সিলেট বিভাগীয় ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিপদে পড়েছে সিলেটের দলটি। প্রথম ইনিংসে রাজশাহীর ১শ ৯৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে সিলেট মাত্র ৫৭ রানেই হারিয়েছে ৫ উইকেট।
রোববার রাজশাহীর সৈয়দ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হওয়া চার দিনের ম্যাচটিতে প্রথম ইনিংসে রাজশাহীকে অল্পতেই আটকে দেন সিলেটের বোলাররা।
সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী মাত্র ১শ৯৯ রানেই অল আউট হয়ে যায়।
টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী প্রথম দিন ২ দুই উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তুলে। দ্বিতীয় দিনের সম্পূর্ণ খেলা বৃষ্টিতে ভেসে যায়।
আজ মঙ্গলবার তৃতীয় দিনে লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে রাজশাহী দল। সিলেটের বোলার রাহী ও অভিষিক্ত শাহানুরের বোলিং কারিশমায় তৃতীয় দিনে ১শ ৯৯ রানেই থামে তাদের ইনিংস। রাজশাহীর ফরহাদ সর্বোচ্ছ ৪৬ রান, জুনায়েদ ৪৫ রান করেন। জহিরুল ইসলাম ২৯ রানে অপরাজিত থাকেন।
সিলেটের হয়ে আবু জায়েদ চৌধুরী রাহী ৫টি, শাহানুল রহমান ৩টি, ইবাদত হোসেন ও রাহাতুল ফেরদৌস ১টি করে উইকেট লাভ করেছেন।
রাজশাহীর ১শ ৯৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে সিলেট মাত্র ৫৭ রানেই হারিয়েছে ৫ উইকেট। সিলেটের ওপেনার তান্না ৫৬ বলে ২৫, শানাজ ১৩ বলে ১০ রান, জাকির ৭, রাজিন সালেহ ৫, রাহাতুল ফেরদৌস ৬ রান করে আউট হয়েছেন।
রাজশাহীর হয়ে মুক্তার আলী ৭ ওভারের ২ মেডেন ২১ রানে ২টি উইকেট, সজিব ৪ ওভারে ২ মেডেনে ৬ রানে ২টি, ফরহাদ রেজা ১১ রানে ১টি উইকেট নিয়েছেন।
আগামিকাল বুধবার সকালে আবারো ব্যাটিংয়ে নামবে সিলেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০