স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আজ ব্যাটাররা হয়েছেন ব্যর্থ। বৃহস্পতিবার সিংহলজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ১০০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৮ ওভার ৩ বল খেলে ১০০ রান তোলে অলআউট হয় টাইগ্রেসরা। দলের পক্ষে সর্বোচ্চ সমান ১৮ রান করে করেছেন শামিমা সুলতানা ও সুবহানা মুস্তারি।
আগের ম্যাচে অভিষেক হওয়া ওপেনার রুবিয়া হায়দার করেছেন ১৬ রান। অধিনায়ক নিগার সুলতানা প্রথম ম্যাচে দুর্দান্ত ফিফটিতে দল জয় এনে দিলেও আজ হয়েছেন ব্যর্থ। মাত্র ৭ রান করেছেন তিনি। মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান। রিতু মনি-সুলতানা খাতুনও টিকতে পারেন নি।
শ্রীলঙ্কার হয়ে উদেশিকা প্রাবোধানি, সুগন্ধিকা কুমারি, ইনোকা রানাওয়েরা ও কাভিশা দিলহারি ২টি করে উইকেয় নিয়েছেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন ওশাদি রানাসিংহে ও খায়া কাভিন্দি। ১০১ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিক নারী দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০