নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষীক সিরিজ। প্রথম চার দিনের ম্যাচে চট্টগ্রামের শেখ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে লড়ছে দুই দল। প্রথম দিন শেষে ভালো অবস্থানে নেই স্বাগতিক বাংলাদেশ। ব্যাটে-বলে ধরাশায়ী হয়েছে পাকিস্তানের কাছে।
সাগরিকায় আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৫৯ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন শেখ পারভেজ জীবন। তার ১১১ বলের ইনিংসটি সাজানো ৮ বাউন্ডারিতে।
চারে নেমে অধিনায়ক শাহরিয়ার সাকিব ৯৮ বলে ৬ বাউন্ডারিতে করেন ৪৮ রান। এর বাইরে ১৮ রান আসে ওয়াসি সিদ্দিকীর ব্যাট থেকে। আর কেউই বলার মতো রান করতে পারেননি। সবাই ব্যক্তিগত রানের খাতা এক অঙ্কে থাকতেই আউট হয়েছেন। টপ অর্ডারের তিন ব্যাটারের দুই জনই ডাক মেরেছেন। একজন ১ রান করেছেন মাত্র।
পাকিস্তানের হয়ে আমির হাসান ৪টি, মোহাম্মদ ইসমাইল ৩টি ও আলি আসফান্দ ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনটা দারুণভাবে কাটিয়ে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়িস ও অধিনায়ক শাহজাইব খান। দুজনে মিলে ২৬ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলে দিন পার করেছেন। বেশ দৃঢ়তা দেখিয়েছেন ব্যাট হাতে। দিন শেষে আজান ৩৬ ও শাহজাইব ৩৯ রানে অপরাজিত আছেন। পাকিস্তান এখনও পিছিয়ে আছে ৭৩ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা