স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে গল টাইটান্স। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। আগে ব্যাট করে টিম সেইফার্ট-সাকিব আল হাসানের ব্যাটে ১৮০ রান করে গল। জবাব দিতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে ক্যান্ডি। ৮৩ রানের বড় জয় পেয়েছে গল। বল হাতে ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা গলের হয়ে পাঁচে ব্যাট করতে নামেন সাকিব। ২১ বল খেলে তিনি ৩০ রান করে রান আউটে কাটা পড়েন। তার ব্যাট থেকে আসে দুটি ছক্কার মার। দলের হয়ে সেরা ইনিংসটা খেলেছেন সেইফার্ট। কিউই উইকেটরক্ষক ব্যাটার চারে ক্রিজে আসেন। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।
সেইফার্টের ব্যাট থেকে ৫টি করে চার ও ছক্কার শট আসে। এর আগে ওপেনার শেভন ড্যানিয়েল ২৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। শেষদিকে অধিনায়ক দাসুন শানাকার ৫ বলে ৯ ও লাহিরু সামারাকোনের ৪ বলে ৬ রানে বড় পুঁজি নিশ্চিত করে গল। ক্যান্ডির হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন, আমির জামাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যান্ডি। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন আশেন বান্দারা। থানুকা দাবারের ১২ ও ইসুরু উদানার ১৬ ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সাকিব নিয়েছেন আসিফ আলী ও আমির জামালের উইকেট। গলের হয়ে সাকিব ছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন কাসুন রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাবরাইজ শামসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post