নিজস্ব প্রতিবেদকঃ শেষের রোমাঞ্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। শুক্রবার রাতে টাইগারদের জয় ২ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারে ৬ রান লাগত স্বাগতিকদের জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। সেই ওভারে অনায়াস জেতার কথা ছিল সাকিব আল হাসানের দলের। কিন্তু আফগান পেসার করিম জানাত করে বসেন হ্যাটট্রিক। মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে আউট করেন তিনি।
শেষ ২ বল থাকতে উইকেটে আসেন শরিফুল ইসলাম। করিমের বলে অফ সাইডে কাট করে চার হাঁকান এই ব্যাটার। স্বস্তির জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সিলেটের মাঠে এই প্রথম টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টি খেলে প্রথমবার জয়ের উৎসব করেছে সাকিবের দল। আর আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে চতুর্থ জয় এটি তাদের।
সাকিব-লিটনদের জয়ের ম্যাচে শামীম পাটোয়ারি করেন ৩৩ রান। সঙ্গে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৪৭ রানের ইনিংসে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সেরার পুরষ্কার জেতা হৃদয় জানিয়েছেন, তিনি শরিফুলকে বলেছিলেন ব্যাটে বল না লাগলেও দৌড়ে রান নিতে। হৃদয় বলেন, ‘শরিফুলের ওপর আমার আত্মবিশ্বাস ছিল আগে থেকেই আমি জানি ওর সামর্থ্য। আমার সঙ্গেই সে অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলে আসছে। সে বড় বড় ছয় মারতে পারে। শেষ বল পর্যন্ত শরিফুল আসা পর্যন্ত আমার আত্মবিশ্বাস ছিল। আমি তাকে বলছিলাম যে যদি বল ব্যাটে নাও লাগে তাও দৌড় দিস। শেষবার বলেছি ম্যাচটা তুইই জেতাবি। সে বলেছি ইনশাল্লাহ জেতাবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০